মোহাম্মদ সানাউল্লা, রামপুরহাট: আর ক'মাস পরেই ২১ শের বিধান সভা নির্বাচন। খেলা তো অনেক রকমের হয়। "২১ শে এবার ভয়ঙ্কর খেলা হবে" বললেন অনুব্রত। মল্লারপুর থানার ময়ূরেশ্বর ১নং ব্লকের শিব বাড়ির মাঠে মঙ্গলবার ছিলো বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জনসভা। বিধান সভা নির্বাচনে কি ধরনের খেলা হবে চাছাছোলা ভাষায় ইঙ্গিতে তৃণমূল কর্মীদের বুঝিয়ে দিলেন অনুব্রত মণ্ডল। অনুব্রতর দলীয় কর্মী ও সমর্থকেরা তালে তালে হাত তালি দিয়ে স্লোগান তোলেন, 'বন্ধু! খেলা হবে, খেলা হবে। "খেদিয়ে পগার পার হবে"। এখন নই, ভোটের খেলা। খেলা তো অনেক ধরণের হয়। ক্যারাম খেলা, ক্রিকেট খেলা, হা-ডু-ডু খেলা, ফুটবল খেলা। অনুব্রত মণ্ডল খেলার তর্জমা করে বলেন, ফুটবল খেলায় পায়ে লাথি মারা হয়। অনুব্রতর এই তর্জমা শুনে দলীয় কর্মীদের হাত তালি ফেটে পড়ে শিব বাড়ির জনসভা। এদিনের জনসভায় উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল, দলীয় বীরভূম জেলা সহ সভাপতি অভিজিৎ সিনহা, সাধারণ সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য সহ আরো অনেকে।
All Rights Reserved © Copyright 2021 | Design & Developed by Webguys Direct