আপনজন ডেস্ক: দেশজুড়ে চালু হওয়া করোনা ভ্যাকসেনর ডোজ দিতে ভোটার লিস্ট ব্যবহারের অনুমতি দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোভিড-১৯ ভ্যাকসিন দিতে তাদের ডাটাবেস ব্যবহার করা সহ বুথভিত্তিক ব্যক্তিদের চিহ্নিত করতে সব ধরনের সহায়তায় প্রস্তুত নির্বাচন কমিশন। তবে, ভ্যাকনি প্রক্রিয়া শেষ হয়ে গেলে ডাটাবেস মুছে ফেরা হবে।
এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরাকে চিঠি দিয়ে জানিয়েছেন, বুথ ভিত্তিক পঞ্চাশ বছরের বেমি বয়সিদের চিহ্নিত করতে যেন কমিশন তাদেরকে সহায়তা করে। তার পরিপ্রেক্ষিতে ভাল্লা জানিয়েছেন, সাইবার নিরাপত্তা নিশ্চিত করে ডাটাবেস ব্যবহার করা হবে। সেই সঙ্গে আশ্বাস দেন ডাটাবেস কেবলমাত্র ভ্যাকসিন দেওয়ার উদ্দেশ্যেই ব্যবহার করা হবে।
All Rights Reserved © Copyright 2021 | Design & Developed by Webguys Direct