কুতুবউদ্দিন মোল্লা,জীবনতলা,আপনজন: তেলেঙ্গানা থেকে উদ্ধার করল এক নাবালিকাকে জীবনতলা থানার পুলিশ।গত ১৮ জানুয়ারী জীবনতলা থানার মৌখালী গ্রামের এক নাবালিকার বাবা থানায় অভিযোগ করেন তার মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গিয়েছে এক যুবক। নাবালিকাকে ফুঁঁসলিয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ নাবালিকাে পরিবারের তরফ থেকে। নাম আলিনুর মিদ্দে। ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ জানান জীবনতলা থানা তে।ওই নাবালিকাে একবার ফোন করে পুলিশের কাছে। সেখান অপহৃত কিশোরী জানায় তাকে আলিনুর মিদ্দে তাকে তেলেঙ্গানার বোল্লারাম থানা এলাকায় একটি বস্তিতে লুকিয়ে রেখেছে।সেই সুত্র ধরে পুলিশ মুক্তি ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংস্থা কে নিয়ে। ওই নাবালিকা কে উদ্ধার করে জীবনতলা থানার পুলিশ।সেখান থেকে অভিযুক্ত কে গ্রেফতার করে পুলিশ।তাদের আদালতে হাজির করা হয়। তেলেঙ্গানা রাজ্যের আদালত ট্রানজিট রিমান্ডের অনুমতি দিয়েছে। এদিন আলিপুর আদালতে তোলা হলে অভিযুক্তদেরকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct