আপনজন ডেস্ক: মৃত এক বৃদ্ধার আত্মা নিয়ে সাপ ফিরে এসেছে বলে গুজব ছড়ানো হচ্ছে চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন বিশ্বকলোনি এলাকার বি-ব্লক ভাণ্ডারি কলোনিতে। এ গুজবে সাপটি দেখতে প্রতিদিন ভিড় করছেন শতশত মানুষ। জানা গেছে, ১৯ ডিসেম্বর ভোরে নিজ বাড়িতে আগুনে পুড়ে মারা যান বৃদ্ধা রেজিয়া খাতুন। প্রতিবেশীর কাছে তিনি ‘কাউয়ার মা’ নামে পরিচিত ছিলেন। প্রতিবন্ধী মেয়েকে নিয়ে ওই কলোনিতে ভাড়া থাকতেন তিনি। ঘটনার দিন প্রতিবেশীরা মেয়েটি উদ্ধার করলেও রেজিয়াকে বের করতে পারেননি। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর শুরু হয় জল ঢোঁড়া সাপ নাটক। সাপ হয়ে মৃত বৃদ্ধা ফিরে এসেছেন বলে এলাকায় গুজব ছড়ায় । কলোনিতে মৃত বৃদ্ধার পরিবারের কেউ না থাকলেও এ সাপকে ঘিরে পার্শ্ববর্তী বাসিন্দারা এখন মহাব্যস্ত। কলোনির বাসিন্দা মো. নিজাম উদ্দিন বলেন, সকালে রোজিয়ার ঘরে সাপটি আমারা দেখতে পাই। এরপর অনেকক্ষণ ওই স্থানে সাপটি পড়ে থাকে। পরে আমরা সাপটিকে দুধ-কলা এনে দেই। তিন সপ্তাহ ধরে সাপটি এভাবেই রয়েছে। রেজিয়া ধার্মিক মহিলা ও দরবার শরীফের ভক্ত ছিলেন। হয়তো তিনি এভাবে ফিরে এসেছেন।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct