আপনজন ডেস্ক: মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য পদে অধিষ্ঠিত হয়েছেন বহরমপুর কৃষ্ণনাথ কলেজের অধ্যক্ষ সুজাতা বাগচী ব্যানার্জী মহাশয়া। ছাত্র সংগঠন স্টুডেন্টস্ ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে তাঁকে স্বাগত জানাতে এক প্রতিনিধি দল তাঁর সঙ্গে দেখা করে। এই প্রসঙ্গে সংগঠনের রাজ্য সভাপতি সাবির আহমেদ এক বিবৃতিতে বলেন, মুর্শিদাবাদবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এই বিশ্ববিদ্যালয়। সুজাতা বাগচী ব্যানার্জীর উপাচার্য পদে নিযুক্ত হওয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ আরও একধাপ এগিয়ে গেল। আমরা তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানাই। প্রসঙ্গত উল্লেখ্য যে, এসআইও’র মুর্শিদাবাদ জেলা শাখা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ তরান্বিত করতে আন্দোলন চালিয়ে আসছে। সাবির আহমেদ আরও বলেন, আমরা প্রত্যাশিত সুজাতা বাগচী ব্যানার্জীর হাত ধরে অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বাকি কাজ শেষ হবে। তবে তিনি অত্যন্ত ধীরগতিতে বিশ্ববিদ্যালয় রূপায়ণের কাজ চলার জন্য আক্ষেপ প্রকাশ করেন।
উল্লেখ্য, এসআইও আন্দোলনের শুরু থেকেই আলাদা করে বিশ্ববিদ্যালয় গড়ে তোলার দাবি করে আসছে। বহরমপুরের কৃষ্ণনাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, উচ্চ শিক্ষা দপ্তরের উচিত বহরমপুরে বিশ্ববিদ্যালয় গড়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা। কৃষ্ণনাথ কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করলে তা জেলার কেন্দ্র বরাবর হবে না। ফলত, বহু পড়ুয়া দূরত্ব জনিত সমস্যার সম্মুখীন হবে। এছাড়াও তিনি উচ্চ শিক্ষা দপ্তরের প্রতি দাবি জানান যে, অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সমস্ত কাজ সম্পন্ন করে পঠনপাঠন শুরু করতে হবে।
অন্যদিকে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, সংখ্যালঘু প্রধান মুর্শিদাবাদ জেলায় রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন প্রথম বিশ্ববিদ্যালয়ে মুসলিম উপাচার্য নিয়েঅগ না হওয়অ নিয়ে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি গোষ্ঠী অভিযোগ করেছে, বহু যোগ্য মুসলিম উপাচার্য পদে আবেদন করলেও তাদেরকে ব্রাত্য করে রাখা হয়েছে।