মঞ্জুর মোল্লা, নদিয়া,আপনজন: নদীয়া জেলার শক্তিনগর জেলা ব্লাড ব্যাংক রক্তের কালোবাজারির ঘটনায় কৌস্তব কুন্ডুর গলায় জুতার মালা ঝুলিয়ে দিলেন মহিলারা। ব্লাড ব্যাংকের রক্ত কেলেঙ্কারির ঘটনায় তিনজন অভিযুক্তকে বদলি করা হয় কৌস্তুভ কুন্ডুর বগুলা গ্ৰামীণ হাসপাতালে বদলীর নির্দেশিকা কোন অবস্থাতেই মেনে নেওয়া যাবে না এই দাবিতে সোচ্চার বগুলা ও তার পার্শ্ববর্তী এলাকার একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। আন্দোলন কারীদের একটাই দাবি, জীবনদায়ী রক্ত নিয়ে দুর্নীতিগ্ৰস্থ অসামাজিক কর্মীকে বগুলা গ্ৰামীণ হাসপাতালে যোগদানের সুযোগ দিয়ে বগুলার পরিবেশ কে কোন অবস্থাতেই নষ্ট করা চলবে না। ঘটনার প্রতিবাদ সহ দুর্নীতিগ্ৰস্থ কৌস্তুভ কুন্ডুর গ্ৰেফতারের দাবিতে উত্তাল হয়ে ওঠে বগুলা গ্ৰামীণ হাসপাতাল। বগুলা গ্ৰামীন হাসপাতাল সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অভিযুক্ত কর্মী যাতে বগুলা গ্ৰামীণ হাসপাতালে যোগদান করতে না পারে,সেই দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করে। অন্যদিকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিহার ঘোষ কে ঘিরে বিক্ষোভ দেখায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।বদলি করার খবর শুনতে পাওয়া মাত্রই গতকাল শুক্রবার দিনভর বিভিন্ন হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন হাসপাতালে গেটের সামনে রক্তের কালোবাজারি অভিযুক্তদের পোস্টার মেরে ও হাতে করে নিয়ে বিক্ষোভ সামিল হয়েছিলেন। ওই অভিযুক্ত যখন সকালে হাসপাতালে যায় তখন তাকে ঘিরে এলাকার মানুষ বিক্ষোভ দেখায় থাকে এবং গলায় জুতার মালা পরিয়ে দেয়। খবর পেয়ে হাঁসখালি থানার পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় মানুষের অভিযোগ এই ধরনের মানুষের আইনজ্ঞ ব্যবস্থা না করবে প্রশাসনততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে বলে জানায়। এই ঘটনার হাসপাতাল চত্বরে উত্তেজনা হলে পুলিশ নিয়ন্ত্রণে আনে।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct