আপনজন ডেস্ক: একসময় বিজেপি জোটে থাকা শিবসেনার এক নেতা আযান প্রতিযোগিতার আয়োজন করার কথা বলে সম্প্রতির নজির সৃষ্টি করলেন। মহারাষ্ট্রের দক্ষিণ মুম্বাইয়ে শিবসেনা প্রধান পাণ্ডুরাং সকপাল স্কুলে বাচ্চাদের উপস্থিতির হার বাড়াতে হিন্দু ছেলেমেয়েদের জন্য গীতা পাঠ প্রতিযোগিতার মতো মুসলিম ছেলেমেয়েদের জন্য আযান প্রতিযোগিতার করার পরামর্শ দেন। সেই সঙ্গে তিনি হিন্দু সম্প্রদায়ের আরতি করার সঙ্গে সঙ্গে মুসলিমদের মসজিদে নামাযের জন্য আহ্বান করা সুমধুর ধ্বনি ‘আযান’-এর তুলনা করেন। তার এই তুলনায় শিবসেনা সহযোগী দলগুলি স্বাগত জানালেও বিজেপি চরম সমালোচনা করে বলেছে, শিবসেনা তার নীতি থেকে বিচ্যুত হয়েছে।
সংবাদমাধ্যম টাইমস নাউ সূত্র জানাচ্ছে, শিবসেনা নেতা পাণ্ডুরাং সকপাল একটি উর্দু নিউজ পোর্টালকে বলেন, তিনি ‘আযান’ শুনতে পছন্দ করেন। কারণ, দক্ষিণ মুম্বাইয়ের একটি মুসলিম কবরস্থানের কাছে থাকাকালীন তিনি প্রতিদিন আযান শুনতেন।
ওই সাক্ষাৎকারে শিবসেনা নেতা বলেন, ভাগবত গীতার আবৃত্তির জন্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমি আমার সহকর্মী শাকিল আহমেদকে মুসলিম বাচ্চাদের জন্য 'আযান' প্রতিযোগিতা করতে বলেছি। আমি মনে করি এটি 'আরতি'র মতো। শিবসেনার প্রতিষ্ঠাতা প্রয়াত বালাসাহেব ঠাকরে কোনও ধর্মের বিরুদ্ধে ছিলেন না। এমনকি বর্তমান মুখ্যমন্ত্রী এবং দলীয় সভাপতি উদ্ধব ঠাকরে সমস্ত সম্প্রদায়কে সঙ্গে চলেছেন।
আরও পড়ুন:
তার এই মন্তব্য নিয়ে বিজেপির অপপ্রচার সম্পর্কে বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ দিয়ে সব মন্তব্য দেখা ঠিক নয়। মুসলিম শিশুদের জন্য কাজ করে এমন এনজিও 'এমওয়াই ফাউন্ডেশন'-এর অফিসাররা আমার সাথে দেখা করেন। লকডাউনের সময় বাচ্চাদের বাড়িতে ঠিকঠাক রাখতে কী কী করা যায় তা নিয়ে আলোচনা করেছিলেন। আমি তাদের পরামর্শ দিয়েছিলাম গীতা আবৃত্তি প্রতিযোগিতার মতো অনলাইনে 'আযান' প্রতিযোগিতা আয়োজন করার জন্য, যাতে বাচ্চারা বাড়ির ভিতরেই থেকে যায়, এটি ছিল কেবল একটি পরামর্শ। শিবসেনা নেতা সংবাদ সংস্থা পিটিআইকে আরও জানান, এনজিওর অন্যতম কর্ণধার শাকিল আহমেদ একজন শিবসৈনিক এবং তার সহকর্মীও। বিজেপি তার অভ্যাসের কারণেই রাজনীতি করছে বলে তিনি মন্তব্য করেন।