আপনজন ডেস্ক: মহারাষ্ট্রে পথ দুর্ঘটনায় সেতু থেকে পড়ে মহারাষ্ট্রের বিজেপি বিধায়কের পুত্র সহ সাতজন মেডিক্যাল পড়ুয়ার মর্মান্তিক মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীরা দেওলি থেকে ওয়ার্ধার দিকে যাচ্ছিলেন যখন গাড়িটি সেলসুরা গ্রামের কাছে একটি সেতু থেকে পড়ে যায়। গতকাল রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওয়ার্ধার পুলিশ সুপার প্রশান্ত হোলকার। এই ঘটনায়বিজেপি বিধায়ক বিজয় রাহাংদালের ছেলে আভিশকর রাহাংদালে সহ সাত জন মেডিকেল ছাত্রের মৃত্যু হয় বলে তিনি জানান। তারা সকলেই ওয়ার্ধার সাওয়াঙ্গি মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। নিহত ছাত্ররা হলেন, নীরজ চৌহান, বিবেক নন্দন, প্রত্যুষ সিং, শুভম জয়সওয়াল নামে এমবিবিএস-এর চূড়ান্ত বর্ষের ছাত্র, আভিষ্কর রাহাংদালে ও পবন শক্তি প্রথম বর্ষের ছাত্র এবং নীতেশ সিং একজন মেডিকেল ইন্টার্ন।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct