আপনজন ডেস্ক: ইয়েমেনের একটি জেলে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে। এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। ইয়েমেনের হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত সাদা এলাকার ওই কারাগারে স্থানীয় সময় শুক্রবার হামলা করে সৌদি নেতৃত্বাধীন জোট। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ইয়েমেনে উত্তেজনার অবসান হওয়া দরকার। হুতি বিদ্রোহীদের সঙ্গে ২০১৫ সাল থেকে যুদ্ধ করছে সৌদি নেতৃত্বাধীন জোট। তাতে লাখ লাখ মানুষ হতাহতের ঘটনা ঘটেছে। তার মধ্যে ১০ হাজারের বেশি শিশু রয়েছে। কোটি কোটি মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে। দেশটির বেশিরভাগ মানুষ এখন দুর্ভিক্ষের মুখোমুখি। সৌদি জোট শুক্রবার বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টা পরেও উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে মরদেহ বের করছিলেন। যতই সময় যাচ্ছে, সেখানে জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশা কমে যাচ্ছে। শুক্রবারের ওই হামলায় ঠিক কতজন নিহত হয়েছে, সঠিকভাবে তা বলা মুশকিল। তবে মেডিসে সঁ ফ্রঁতিয়ে (এমএসএফ) জানিয়েছে, হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct