আপনজন ডেস্ক: বিরল এক ঘটনার সাক্ষী হল সৌদি আরব। দেশটিতে এক মহিলা একসঙ্গে ৫ জোড়া অর্থাৎ ১০টি সন্তানের জন্ম দিয়েছেন। গত ১২ জানুয়ারি দেশটির রাজধানী রিয়াদের কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে স্বাভাবিকভাবেই ওই শিশুদের জন্ম দিয়েছেন ওই নারী। সৌদি গেজেটের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গর্ভধারণের ২৮ সপ্তাহের মাথায় ওই নারী ৫ জোড়া সুস্থ শিশুর জন্ম দিয়েছেন। শিশুদের ওজন ৯৫০ গ্রাম থেকে ১ হাজার ১০০ গ্রামের মধ্যে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে তাদের অফিসিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে নাগরিকদের সঙ্গে এই আনন্দের খবর শেয়ার করেছে। ওই টুইটারের অনুসারীরা মেডিকেল কর্মীদের ব্যাপক প্রশংসা করেছেন। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, একটি দুর্দান্ত দলের অভাবনীয় সাফল্য।তিনি বলেন, আল্লাহ তাদের সফলতা দিন। এছাড়া হাসপাতালের পরিচালকের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকেই। কিং সালমান আর্মড ফোর্সেস হসপিটাল দেশটির অন্যতম বড় হাসপাতাল। এটি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct