আপনজন ডেস্ক: আরব ভূখণ্ড দখল করে ইসরাইল নামক ইহুদি রাষ্ট্র তৈরি করার পর থেকে ইসরাইলের সঙ্গে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলির সম্পর্ক তলানিতে। কিন্তু সম্প্রতি আরব আমিরাতও বাহরিনের সঙ্গে ইসরাইলের চুক্তির পর মধ্যপ্রাচ্যের রাজনীতি অন্যদিকে মোড় নিতে শুরু করেছে। অন্যান্য আরব দেশগুলির প্রতিবাদ জানালেও পিছু হটেনি আসিরাত। তবে, তাদের ইসরাইলের সঙ্গে চুক্তি বিতর্ক সৃষ্টি করেছে।
এবার আরও এক বিতর্ক সৃষ্টি করল সৌদি আর্। সৌদি আরব এতদিন ইসরাইল বিমান সংস্থাকে তারেদ আকাশ সীমা ব্যবহার করতে দিত না। কিন্তু অবশেষে সৌদি আরব তাদের আকাশসীমাকে ব্যবহারের জন্য ইসরাইলি বিমান সংস্থাগুলোকে অনুমোদন দিতে রাজি হয়েছে। এর ফলে ইসরাইলের বিমানগুলো সৌদি আরবের ওপর দিয়ে উড়ে যেতে পারবে সংযুক্ত আরব আমিরাতে।
আরও পড়ুন:
সোমবার সৌদি আরব সফররত হোয়াইট হাউজের সিনিয়র উপদেষ্টা ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনার ও তার টিম সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় সৌদি আরবের আকাশপথ ব্যবহারের প্রসঙ্গ ওঠে। জারেড কুশনার, তাদের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত আভি বারকোউইটজ এবং ব্রায়ান হুক সৌদি আরব পৌঁছানোর সামান্য পরেই আলোচনায় হয়। ইসরাইল থেকে আরব আমিরাতে প্রথম বাণিজ্যিক বিমান যাওযার কথা আজ মঙ্গলবার। তার কয়েক ঘণ্টা আগে সৌদি আরবের সঙ্গে চুক্তির ফলে ইসরাইলের বিমান সৌদি আকাশ পথ ব্যবহারের অনুমিত মেলে। ফলে সরাসরি সৌদি আরবের ওপর দিয়ে উড়ে আমিরাতে আজই পৌঁছাতে পারবে প্রথম বিমান। সৌদি আরব ইসরাইলকে তাদের আকাশ সীমা ব্যভহার করতে দেওয়ায় স্বভাবতই বিতর্কের সৃষ্টি হয়েছে।