বৈদ্যবাটীর শতাধিক বর্ষ প্রাচীন বিদ্যালয়ে পালিত হল প্রজাতন্ত্র দিবস
আপনজন ডেস্ক
২৬ জানুয়ারী, ২০২১, মঙ্গলবার১৮:১০
আপনজন ডেস্ক: হুগলি জেলার ঐতিহ্যমন্ডিত উচ্চ বিদ্যালয় বৈদ্যবাটী বনমালী মুখার্জী ইনস্টিটিউশনে পালিত হল প্রজাতন্ত্র দিবস। করোনা আবহের বিধি অনুযায়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিল না। তবু বিদ্যালয়ের বিভিন্ন কাজকর্ম এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে হয়ে চলেছে বিগত কয়েক মাস ধরে। প্রজাতন্ত্র দিবস পালনের ক্ষেত্রেও দেখা গেছে সেই কর্তব্যনিষ্ঠা এবং আন্তরিকতা। মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং শিক্ষাকর্মীদের উপস্থিতিতে জাতীয়পতাকা উত্তোলন করেন মাননীয় প্রধানশিক্ষক শ্রী অমরনাথ ঘোষাল। কয়েকজন অভিভাবক এবং স্থানীয় শুভাকাঙ্ক্ষীরাও উপস্থিত ছিলেন।
সংবিধানের রূপকার মহান বি আর আম্বেদকর-এর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ ক'রে শ্রদ্ধা জানানো হয়। প্রধান শিক্ষকতাঁর সংক্ষিপ্ত ভাষণে প্রজাতন্ত্র দিবসের ঐতিহ্য ও গুরুত্বের বিষয়টি বিশ্লেষণ করেন। দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষিকা জয়িতা সরকার।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন এনসিসি-র দায়িত্বপ্রাপ্ত শিক্ষক কার্তিক বর । অনুষ্ঠান পরিচালনা এবং আয়োজনে সকলকে বিশেষভাবে উদ্বুদ্ধ করেন বিদ্যালয়ের শিক্ষক অভিনন্দন গোস্বামী।