সাদ্দাম হোসেন মিদ্দে, বাসন্তী: বাসন্তীর শিমুলতলা হসপিটাল মোড়ে জমিয়তের প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হল রবিবার। আসন্ন নির্বাচনে জমিয়ত কর্মীদের কী ভূমিকা নেওয়া উচিত সে বিষয়েও বক্তারা আলোচনা করেন। দুই চব্বিশ পরগনা জেলার জমিয়ত কর্মীরা এদিনের সমাবেশ যোগ দেন।
এদিন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মাদানী সাহেব। তিনি বলেন, 'এ রাজ্যে বর্তমান সরকার শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে। তাই আগামী নির্বাচনে এই সরকারকে সমর্থন করা উচিত।' রাজ্য সহ সভাপতি মাস্টার কওসার আলি সাহেব বলেন, 'এই ভারত হল একটি বিশাল নৌকা। আমরা সেই নৌকার যাত্রী। আমাদের সামান্য ভুলে যেন নৌকাডুবি না হয়।'
এদিন উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড রাজ্য জমিয়তের সম্পাদক মাওলানা সাহাবুদ্দিন সাহেব, হাফেজ সওকাত আলি, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ, ইমদাদুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: