আপনজন ডেস্ক: পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল কেন্দ্রীয় সরকারের দেওয়া ‘পদ্মবিভূষণ’ পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন কৃষকদের সঙ্গে কেন্দ্রে বিশ্বাসঝাতকতার প্রতিবাদে। তারপর কেন্দ্রীয় মন্ত্রী এবং এসএডি (গণতান্ত্রিক) রাষ্ট্রপতি সুখদেব সিং ধীন্দসা তার পদ্মভূষণ পুরস্কার ফেরানেরও কথা বলেন।
এবার দিল্লিতে অবস্থান করে আন্দোলনরত কৃষকরা এবার কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া কোনও খাবার তারা প্রত্যাখ্যান করল। উল্লেখ্য, দিল্লি বিজ্ঞান ভবনে পাঞ্জাবের নেতা ও কৃষক ইউনিয়নের সাথে আলোচনা করতে রাজি হয়ে সেখানে অংশ নেন। কিন্তু বৈঠক শেষে তাদেরকে কেন্দ্রীয় সরকার মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করলে তারা তা না খেয়ে কৃষি বিলের প্রতিবাদ জানান। তারা বলেছেন, কৃষি বিল প্রত্যাহার করা না পর্যন্ত তারা কেন্দ্রীয় সরকারের দেওয়া চা-ও খাবেন না।
আরও পড়ুন:
বৃহস্পতিবার দিল্লিতে আন্দোলন রত এক কৃষক তাই বললেন, কেন্দ্রীয় সরকারের দেওয়া চা নেব না বলেই আমরা নিজেরা নিজেদের খাবার নিয়ে এসেছি। এদিন সকাল থেকেই ৯ নম্বর জাতীয় সড়ক জুড়ে ও ইউপি গেটের সামনের রাস্তা অবরোধ করেন বিক্ষোভাকারীরা। রাস্তা আটকেই তার উপর খাওয়া শুরু করে।
আরও পড়ুন:
তবে, চতুর্থবার কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছেন আন্দোলনরত কৃষক সংগঠনের প্রতিনিধিরা। কিন্তু কৃষি বিল প্রত্যাহার না হলে তারা থামতে চান না বলায় বৈঠক কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
কেন্দ্রের দেওয়া খাবার ফিরিয়ে নিজেদের খাবার খাচ্ছেন আন্দোলনকারী কৃষকরা।
আরও পড়ুন: