মোহাম্মাদ সানাউল্লাহ, বীরভূম: বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে একটি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় সিউড়ির ইরিগেশন কলোনি ক্লাব হলে। মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা। ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের দ্বি-শততম জন্ম বর্ষ উদযাপন উপলক্ষে তাঁর আদর্শ ও সংগ্রাম জীবন চর্চার উদ্যোগ নেন ‘বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি’। তারই অঙ্গ হিসাবে রাজ্যস্তরে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষিকাদের নিয়ে করোনা আবহে (২০ আগস্ট থেকে ২৬ সেপ্টেম্বর ২০২০) অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। করোনা অতিমারির কারণে কেন্দ্রীয়ভাবে স্থানাধিকারীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্ভব হয়নি। এদিন ‘বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি’র পক্ষ থেকে স্থান অধিকারীদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একজন শিক্ষিকা সহ মোট ১১ জনকে পুরস্কার তুলে দেয়া হয়।
এছাড়াও বিদ্যাসাগরের শিক্ষা, চিন্তা নিয়ে আলোচনা করেন পদার্থবিজ্ঞানের গবেষক ডক্টর দেবদীপ সিনহা। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির বীরভূম জেলা সম্পাদিকা ফরিদা ইয়াসমিন বলেন বি পি টি এ শুধুমাত্র শিক্ষকদের পেশাগত দাবি-দাওয়া নিয়েই আন্দোলন করে না। সেইসঙ্গে শিক্ষানীতি,ছাত্রদের স্বার্থ সহ সামাজিক আন্দোলনে অংশ নেন। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদিকা আরো বলেন,তাদের সমিতি বিভিন্ন মনীষীদের নিয়ে চর্চা করে। যা নিজেদের উন্নত চরিত্র গঠন করা যাবে। সেইসঙ্গে শিক্ষার্থীরা বড় মানুষের জীবন থেকে যথার্থ মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা পাবে। অনুষ্ঠানের শেষের দিকে প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠন শুরু করার দাবি নিয়ে তাদের শিক্ষক সংগঠন যে আন্দোলন করছে সেই আন্দোলনে অভিভাবকদের অংশগ্রহণে আবেদন জানিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করেন।