কওসর আলম, কোচবিহার: নস্যশেখ উন্নয়ন পরিষদ তাদের আন্দোলন বুথ পর্যায় পর্যন্ত সংঘটিত করছে। কোচবিহার জেলার ১ নং ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের এলাজানের কুঠি এলাকায় আগামী
২১ জানুয়ারি হরিনচওড়ায় ঐতিহাসিক জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গঠিত হয় বুথ কমিটি। বুথ কমিটির সভাপতি নির্বাচিত হন সাজুদ্দিন মিঞা এবং সম্পাদক হয় ইয়ানুর হক। এছাড়াও উপস্থিত ছিলেন লড়াকু সংগঠন কর্মী খুরশিদ আলম। সভায় সভাপতিত্ব করেন মেছের আলী। সভায় বক্তারা এনআরসি, সিএএ-এর সম্পর্কে আগামী দিনে কেমন পরিস্থিতি আসছে সে সম্পর্কে বার্তা তুলে ধরেন।
পরিষদের পক্ষ থেকে জানানো হয়, নস্যশেখ মুসলিমদের বৃহৎ আন্দোলনের ফলে ইতিমধ্যেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডেভলপমেন্ট বোর্ড গঠনের আশ্বাস দিয়েছেন। কিছু সূত্র মারফত জানা যাচ্ছে সম্ভবত এই মাসের মধ্যেই অফিশিয়ালি ভাবে উন্নয়নবোর্ড পেয়ে যাবেনস্যশেখ সম্প্রদায়।