আপনজন: কলকাতা বিমানবন্দর চত্বরে উদ্ধার বিপুল পরমাণু বোমা তৈরির দুর্মূল্য খনিজ পাথর। গোপন সূত্রে খবর পেয়ে, বৃহস্পতিবার দুই ব্যক্তিকে বিমানবন্দর থেকে গ্রেফতার করে সিআইডি। ধৃতরা হুগলির বাসিন্দা শৈলেন কর্মকার (৪১) ও অসিত ঘোষ (৪৯)। সিআইডি সূত্রের খবর, ধৃতদের কাছ থেকে ২৫০ গ্রাম 'ক্যালিফোর্নিয়া স্টোন' উদ্ধার হয়েছে। বর্তমানে আনুমানিক বাজার মূল্য কমবেশি ৪২৫০ কোটি টাকা। প্রসঙ্গত, সিআইডি'র কাছে আগেই খবর ছিল যে হুগলি দুই ব্যক্তি মূল্যবান ধাতু পাচার করতে সক্রিয় রয়েছে। সেই খবর পেয়ে জাল পেতে ছিল সিআইডি আধিকারিকরা। তল্লাশিতে হুগলি দুই ব্যক্তিকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করতে ধূসর রঙের 'ক্যালিফোর্নিয়া স্টোন' উদ্ধার হয়। সিআইডি অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে, দুর্মূল্য খনিজ পাথর কোথা থেকে নিয়ে আসা হয়েছে? তা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছে সিআইডি কর্তারা।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct