জৈদুল সেখ,কান্দি,আপনজন: মুর্শিদাবাদ জেলার কান্দি শহর কংগ্রেসের উদ্যোগে কান্দি থানার মোড়ে কংগ্রেসের একটি প্রতিবাদ সবার আয়োজন করা হয়েছিল শুক্রবার বিকেলে। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার পরিষদীয় বিরোধী দলনেতা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতিতে কান্দি শহর কংগ্রেসের প্রতিবাদ সভায়। বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে এক হাত নিয়ে বলেন, দিদি বাংলায় বৈষম্যমূলক লক্ষ্মীর ভান্ডারের টাকা দিচ্ছে। রাজ্য সরকার কাউকে ৫০০ কাউকে ১০০০ এই সব নিয়ে গরীব মানুষের সঙ্গে ধোকাবাজি খেলা খেলছে। শুধু তাই নয় গোয়ায় মমতা বন্দোপাধ্যায় বলছে ভোট জিতলে ৫০০০ টাকা দেওয়া হবে এই সব দ্বীচারিতা। এর পরই কান্দি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এক হাত নিলেন অধীর। বললেন, কান্দি মাষ্টার প্লান নষ্ট হয়ে যাচ্ছে লোভীদের জন্য। এদের চিনতে শিখুন, চকচক করলেই সোনা হয় না। “
এনআরসি নিয়ে বিধানসভা নির্বাচনের আগে মোদি ও দিদি খুব লাফাচ্ছিল কিন্তু ভোট মিটতেই সব চুপচাপ। এদিন বিজেপি ও তৃণমূলকে একযোগে বিধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার পরিষদীয় বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি আসন্ন পৌর নির্বাচনে কান্দি পৌরবাসীর কাছে কংগ্রেসকে জেতানোর আবেদন রাখেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct