আপনজন ডেস্ক: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়া মন্তব্য করায় চরম বিপদে পড়লেন গোএয়ারের একজন পাইলট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ইডিয়ট’ বলে কটাক্ষ করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তার জেরে চাকরি হারালেন গোএয়ারের ওই পাইলট। সোশ্যাল মিডিয়ায় আচরণ সংক্রান্ত ওই বিমান সংস্থার বিধি লঙ্ঘন করার অভিযোগ এনে গোএয়ার তাকে চাকরি থেকে ছাঁটাই করেছে। চাকরিচ্যুত পাইলটের নাম মিকি মালিক।
জানা গেছে গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া ট্যুইটারে ওই পাইলট মন্তব্য করেছিলেন, প্রধানমন্ত্রী একজন ইডিয়ট। পাল্টা আমাকে ইডিয়ট বলতেই পারেন, অসুবিধা নেই। আমি দেশের প্রধানমন্ত্রী নই। কিন্তু প্রধানমন্ত্রী একজন ইডিয়ট।
আরও পড়ুন:
এই ঘটনার পর থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছে বিমান সংস্থাটি। তাদের চাপে পড়ে ট্যুইটটিও মুছে ফেলেন ওই পাইলট। এমনকী অ্যাকাউন্ট লক করে পরে ক্ষমা চেয়ে মিকি মালিক লেখেন, প্রধানমন্ত্রীকে নিয়ে ট্যুইট করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার অন্য ট্যুইটেও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সে জন্যও ক্ষমাপ্রার্থী। আমার ট্যুইটের সঙ্গে কোনোভাবেই গোএয়ারের সম্পর্ক নেই। তারপরেও তার চাকরি রক্ষা করা যায়নি। খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্দে কটু মন্তব্য বলে কথা! তাই কোনও ধরনের ঝুঁকি না নিয়ে মিকি মালিককে পাইলটের চাকরি থেকে বরখাস্ত করল গোএয়ার।