সেখ রিয়াজউদ্দিন,বীরভূম,আপনজন ডেস্ক: বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল লটারিতে জিতেছেন এক কোটি টাকা , ঠিক এমনটাই দেখানো হচ্ছে লটারির অফিশিয়াল ওয়েবসাইটে । ১৭ ই জানুয়ারির দুপুর একটার সময় যে ডিয়ার টিকিটের খেলা,তার ফলাফলের পাতায় বিজ্ঞাপিত গত ৭ ই ডিসেম্বর ২০২১, রাত্রি ৮ টার খেলায় প্রথম পুরস্কার প্রাপক হিসেবে অনুব্রত মন্ডলের ছবি সহ নাম উল্লিখিত হয়েছে।সেখানে প্রথম পুরস্কার ছিল এক কোটি টাকা, টিকিট মূল্য ছয় টাকা। সেই প্রথম পুরস্কার এক কোটি টাকা জিতেছেন অনুব্রত মণ্ডল বলে দেখানো হচ্ছে লটারির অফিশিয়াল ওয়েবসাইটে | ওয়েবসাইটে প্রথম পুরস্কার বিজয়ী হিসেবে ছবি দেওয়া রয়েছে জেলার সকলের চেনা মুখ এবং গোফ বিশিষ্ট অনুব্রত মণ্ডল এর নাম ও ছবি । আর তাই নিয়েই দুপুর থেকে শুরু হয়েছে শোরগোল,বীরভূম তথা রাজ্যজুড়ে চলছে চর্চা।
যদিও এই নিয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে কোন ভাবেই যোগাযোগ করা যায়নি । তবে তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে , অনুব্রত মণ্ডল লটারিতে এক কোটি টাকা জেতার কথা অস্বীকার করেছেন।এখন দেখার লটারির উক্ত ওয়েবসাইট কি ভূল তথ্য দিয়েছেন? এর পরিপ্রেক্ষিতে অনুব্রত মন্ডল কোন আইনিভাবে পদক্ষেপ গ্রহণ করবেন কিনা তাও নিয়ে বিভিন্ন মহলে চলছে গুঞ্জন।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct