কুতুবউদ্দিন মোল্লা,কুলপি,আপনজন: প্রজাতন্ত্র দিবসে সম্প্রীতি দৌড় হল দক্ষিণ ২৪ পরগনার কুলপি এলাকাতে। ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি সম্প্রীতি দৌড়ের আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এ দিনের প্রথমে কুলপি দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদদের স্মৃতিতে মাল্যদান করা হয়। তারপর কুলপি থেকে করঞ্জলী ১১৭ নম্বর জাতীয় সড়কে প্রায় ৫ কিলোমিটার পথ সম্প্রীতি দৌড়ে অংশগ্রহণ করে কুলপি ব্লক তৃণমূল ও যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা।বুধবারের সকালের সম্প্রীতি দৌড়ে অংশগ্রহণ করেন কুলপি বিধায়ক যোগরঞ্জন হালদার সহ কুলপি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রিয় হালদার, এছাড়া বিশিষ্টজনেরা।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct