এহসানুল এক, বসিরহাট: নিজের সাংসদ তহবিলের টাকায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে একটি আইসিইউ ভেন্টিলেটর দিলেন সাংসদ নুসরত জাহান। বসিরহাট জেলা হাসপাতালে সুপার স্পেশ্যালিটি বিল্ডিং চালু হলেও এতদিন সেখানে ছিল না কোনও আইসিইউ ওয়ার্ড। ফলে এই মহকুমার অন্তর্গত সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের মরণাপন্ন রোগীদের ঝুঁকি নিয়ে কলকাতায় ছুটতে হতো। নয়তো কাছের বেসরকারি নার্সিংহোমে প্রচুর খরচের বিনিময়ে চিকিৎসা করাতে হতো। সেই খরচ বহন করার সাধ্য ছিল না সকলের। নিজের সংসদীয় এলাকার এসব সমস্যার কথা কানে পৌঁছেছিল সাংসদ নুসরতের। তখন থেকেই তিনি সমস্যা সমাধানে উদ্যোগী হন। শেষপর্যন্ত নতুন বছরে জনপ্রতিনিধি হিসেবে নিজের দায়িত্ব পালন করলেন তিনি। ভেন্টিলেটর কিনে, আইসিইউ চালু করে স্বাস্থ্য পরিষেবা নিয়ে বসিরহাটবাসীকে আশ্বস্ত করলেন নুসরত।
বৃহস্পতিবার বিকেল ৩টে নাগাদ নুসরতের হাত ধরেই উদ্বোধন হয়ে গেল আইসিইউ’র। সাংসদ নুসরত জাহান ছাড়াও ছিলেন স্বাস্থ্য জেলা আধিকারিক দেবব্রত মুখোপাধ্যায়, হাসপাতাল সুপার কালিপদ পোদ্দার-সহ জেলা অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা। ছিলেন বসিরহাটে দক্ষিণের বিধায়ক দীপেন্দু বিশ্বাসও। স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে নতুন পদক্ষেপ নিয়ে নুসরত বলেন, ”এই ধরনের আইসিইউ, ভেন্টিলেটর প্রয়োজন ছিল। এসব এখানে ছিল না। তাই আজ দিতে পেরে আমি খুশি।
All Rights Reserved © Copyright 2021 | Design & Developed by Webguys Direct