কুতুবউদ্দিন মোল্লা,ক্যানিং,আপনজন: ক্যানিং ১ ব্লকে লাফিয়ে লাফিয়ে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তাই ইতিমধ্যে ক্যানিং এলাকায় পাঁচশোর অধিক মানু করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ক্যানিং স্টেডিয়ামের কোভিড হাসপাতালে ১১ জন ভর্তি রয়েছেন।ফলে করোনা সংক্রমণের বাড় বাড়ন্ত রুখতে বিগত দিনে ক্যানিং বাজার, বাসন্তী এবং গোসাবা ব্লকের বাজার হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল পুলিশ প্রশাসন।
এবার ক্যানিংয়ের তালদি ও সাতমূখী বাজার তিন দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্লক প্রশাসন।সোমবার থেকে বুধবার পর্যন্ত বন্ধ থাকবে।
আর সেই কারণে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামলো ক্যানিং থানার পুলিশ প্রশাসন। তাই এদিন সকাল থেকেই তালদি ও সাতমূখী বাজার এলাকায় চলছে পুলিশের অভিযান। মাস্ক না পরা ব্যক্তি নজরে পড়লেই পুলিশ তাদের কে প্রকাশ্য রাস্তায় কান ধরে উঠবস করাচ্ছে।এমন ঘটনায় সচেতন মানুষজন খুবই খুশি। তাদের দাবী করোনা বিধির সচেতনতা অবশ্যই পালন করা উচিত। নইলে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকবে।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct