নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর: প্রজাতন্ত্র দিবসে ট্র্যাক্টর মিছিল ঘিরে দিল্লিতে ধুন্ধুমার কাণ্ড। সারা ভারত কিষাণ সমন্বয় কমিটির পক্ষ থেকে নয়া কৃষি বিল আইন প্রত্যাহারের দাবিতে, দিল্লিতে আন্দোলনরত কৃষকদের লড়াইকে সমর্থন জানিয়ে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর তৃণমূলের পক্ষ থেকে ১০০ টি ট্রাক্টরের একটি মেগা মিছিল বের করা হল। তার নেতৃত্ব দেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বুলবুল খান।
কুমেদপুর রেলগেট থেকে তুলসিহাটা বীরেন্দ্র কুমার উপ-বাজার চত্বর পর্যন্ত ৩০ কিলোমিটার এই মেগা মিছিলে বুলবুল খান ছাড়াও উপস্থিত ছিলেন হরিশচন্দ্রপুর-১ ব্লক যুব তৃণমূল সভাপতি জিয়াউর রহমান, হরিশচন্দ্রপুর ২ ব্লক যুব সভাপতি মনোতোষ ঘোষ, হরিশচন্দ্রপুর ১ ব্লক তৃণমূল ছাত্র সভাপতি বিমান ঝাঁ, যুব নেতা আশরাফুল হক, তৃণমূল নেতা জম্বু রহমান, সঞ্জীব গুপ্তা সহ কৃষক ছাত্র-যুব সহ বেশ কয়েক হাজার কর্মী সমর্থক। ১০০ খানা ট্রাক্টর ও হাজার দুয়েক বাইক এর মিছিল দেখতে এলাকার মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
যদিও দেশ জুড়ে প্রজাতন্ত্র দিবসে জাতীয় স্মারকেও পৌঁছেছে বিক্ষোভের আঁচ। ভাইরাল হওয়া ভিডিও থেকে দেখা যাচ্ছে স্বাধীনতা দিবসে যেখানে দেশের জাতীয় পতাকা ওড়ে, সেখানে জাতীয় পতাকা নামিয়ে আন্দোলনকারী কৃষকদের পতাকা তোলা হচ্ছে।
আরও পড়ুন: