নিজস্ব প্রতিবেদক,হাওড়া,আপনজন: হাওড়ার রামরাজাতলায় ভিড়ে ঠাসা রবিবারের বাজারে মাস্কহীন মানুষকে সচেতন করতে পথে নামলেন পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন সুষমা দত্ত ফাউন্ডেশনের সদস্যরা। চ্যাটার্জিহাট থানার আধিকারিকের উপস্থিতিতে সুজিত দত্তের নেতৃত্বে স্বেচ্ছাসেবী সংগঠনের মহিলা সদস্যারা এদিন রামচরণ শেঠ রোডে সাধারণ পথচারী, বাজারের ক্রেতা বিক্রেতা সহ প্রায় এক হাজার মানুষের হাতে মাস্ক বিতরণ করেন। যারা এখনও মাস্ক ছাড়া রাস্তায় বেরিয়েছেন পুলিশ তাঁদের ফের সতর্ক করে।
সংস্থার তরফে সুজিত দত্ত বলেন, আতঙ্ক নয় সচেতন হোন। করোনা ভাইরাস ও ওমিক্রন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের আরও বেশি সচেতন হতে হবে। মুখে মাস্ক সহ সবরকম সরকারি কোভিড বিধি নিষেধ মেনে চলতে হবে। এদিন আমরা সুষমা দত্ত ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় থানার সহযোগিতায় রামরাজাতলা বাজার সংলগ্ন এলাকায় মাস্ক বিতরণ করেছি এবং এই প্রসঙ্গে সাধারণ মানুষকে সচেতন করেছি। আমাদের অঙ্গীকার আসুন আমরা সকলে একে অপরকে সচেতন করি। মুখে মাস্ক এবং শারীরিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করি।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct