আপনজন ডেস্ক: ফের বাঙালি আবেগকে উসকে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি তুললেন শুধু দিল্লি কেন দেশের মধ্যে চারটি অঞ্চলে ভাগ করে একটির রাজধানী করা হোক কলকাতাকে। আর এই দাবি সেই সময় তুললেন যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতা সফর করছেন। তাই খুবই ভেবেচিন্তে এক সময় যে কলকাতা ভারতের রাজধানী ছিল সেই আবেগের কথা মনে করিয়ে দিয়ে কলকাতাকে রাজধানী করার দাবি তুললেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার শ্যামবাজার থেকে রেড রোড পর্যন্ত দীর্ঘ পদযাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী। মিছিলের শেষে বক্তৃতায় তিনি এই দাবি তুললেন।
মমতা বলেন, ভারতের দক্ষিণ, উত্তর, পূর্ব এবং উত্তর-পূর্ব— এই চারটি প্রান্তে চারটি রাজধানী হোক। আর চার রাজধানীর একটি হওয়া উচিত কলকাতা। মমতা প্রশ্ন তোলেন দিল্লিতে কী আছে? কেন একটা জায়গায় সংসদ সীমাবদ্ধ থাকবে? দেশে চারটি রাজধানীর পাশাপাশি ঘুরিয়ে ফিরিয়ে সেকাসে সংসদের অধিবেশন করা হোক। এক দেশ, এক নেতার ধারণা পালটানোর প্রয়োজনীয়তার কথাও বলেন। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের নানা মনোভাবের তীব্র প্রতিবাদ করেন।
এ প্রসঙ্গে মমতা বলেন, কেন্দ্রীয় সরকার নেতাজির ভাবনায় প্রতিষ্ঠিত যোজনা কমিশনের বিলুপ্তি ঘটিয়েছে। তৈরি করা হয়েছে নীতি আয়োগ। যা নেতাজি ভাবনাকে উপেক্ষা করার সমান আর তা অসম্মানের।
আরও পড়ুন:
মমতা স্মরণ করিয়ে দেন, 'স্বাধীনতা সংগ্রামের জন্ম হয়েছিল বাংলা, বিহারে৷ গান্ধীজী বেলেঘাটায় এসে আন্দোলন করতেন৷ নবজাগরণ, বিধবা বিবাহ, বাল্য বিবাহের মতো সংস্কারের জন্ম বাংলায় হয়েছিল৷ বাংলা কোনও অবহেলা সইবে না৷ নেতাজির নাম বললে আমার হৃদয়ে আবেগের সৃষ্টি হয়৷ নেতাজিকে দুই পাতার বই পড়ে জানা যাবে না।’ এভাবে নেতাজি স্মরণ করে প্রধানমন্ত্রীর কলকাতা সফরে তার উপর চাপ বাড়িয়ে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।