এ রাজ্যের পড়ুয়াদের ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির বিশেষ সুযোগ দিচ্ছে হায়দরাবাদের লর্ডস কলেজ
আপনজন ডেস্ক: পশ্চিমবাংলার সংখ্যালঘুদের ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন কোর্সে ভর্তির জন্য বিশেষ সুযোগ দিচ্ছে হায়দরাবাদের লর্ডস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ। িদেশের কলেজগুলির মান নির্দারণ সংস্থা ‘ন্যাক’ কর্তৃক ‘এ’ গ্রেড প্রাপ্ত এই কলেজের ছাত্রছাত্রীরা পাঠ শেষে উপযুক্ত প্লেসমেন্ট পেয়ে থাকে।
ছাত্রছাত্রীদের পৃথক হোস্টেলের ব্যবস্থা অত্যাধুনিক পরিকাঠামো সম্পন্ন এই কলেজটিতে উন্নতমানের পাঠদান করা হয়ে থাকে। ২০০২ সালে স্থাপিত এই কলেজটি সংখ্যালঘু প্রতিষ্ঠানে হিসেবে কেন্দ্রীয় সরকার দ্বারা স্বীকৃত।
যদিও এই করেছে, কম্পিউটার সায়েন্স থেকে শুরু করে সিভিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রভৃতি কোর্সে বিটেক/বিই ছাড়াও এমটেক ও এমই পড়ার সুযোগ রয়েছে।
আরও পড়ুন:
এ ব্যাপারে কলেজের পশ্চিমবঙ্গের কোঅর্ডিনেটর হাসিবুর রহমান জানান, এ রাজ্যেল সংখ্যালঘু ছেলেমেয়েদের উচ্চমানের পাঠদানের মাধ্যমে প্রতিষ্টিত করে তুলতে সাধ্যের মধ্যে কোর্স ফি রাখা হয়েছে। হাসিবুর বলেন, হায়দরাবাদের লর্ডস কলেজে বিভিন্ন কোর্সে ভর্তি সুযোগ নিতে ৬৩০৯০১২৪৪২ ও ৮১৪৭১০৬৬৯৬ নম্বরে ফোন করলে তাকে ভর্তির ব্যবস্থা করে দেওয়া হবে। তিনি দাবি করেন, ইঞ্জিনিয়ার হয়ে ওঠার আদর্শ ঠিকানা এই লর্ডস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ।