রাহেন খন্দকার,দিনহাটা,আপনজন: শস্য বীমার টাকা গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়ার অভিযোগে ব্যাংকে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রাহকদের। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটা ২ নং ব্লকের নয়ারহাট উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নয়ারহাট ফাঁড়ি পুলিশ। পরে অবশ্য আলোচনার মাধ্যমে বিষয়টি মিটে যায়। জানা যায়, কৃষকরা শস্য বীমার জন্য নয়ারহাট উত্তরবঙ্গ ক্ষেত্রেও গ্রামীণ ব্যাংকের কাগজপত্র জমা দিয়েছিলেন। জমাদার কয়েক মাস পর তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে শস্য বীমার টাকা কেটে নেওয়া হয়। এরপর কৃষকরা বুধবার নয়ারহাট উত্তরবঙ্গ ক্ষেত্রেও গ্রামীণ ব্যাংকে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায়। বাদশা আলম, মজিদুল পাটোয়ারী, মাজেদুল হক প্রমুখ বলেন, শস্য বীমার জন্য নয়ারহাট উত্তরবঙ্গ ক্ষেত্রেও গ্রামীণ ব্যাংকের কাগজপত্র জমা দিয়েছিলেন। জমাদার কয়েক মাস পর আগাম নোটিশ না দিয়েই তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে শস্য বীমার টাকা কেটে নেওয়া হয়। এ বিষয়ে ব্যাংক ম্যানেজার দেবব্রত চ্যাটার্জী বলেন, বাংলা শস্য বীমার জন্য যারা আবেদন করেছেন, তাদের মধ্যে যারা সম্মতি দিয়েছেন তাদের অ্যাকাউন্ট থেকে বীমার অর্থ কেটে নেওয়া হয়েছে। কৃষকরা ভুল বুঝে বিক্ষোভ দেখেছেন।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct