জীবন কথা-বিচ্ছেদ ব্যথা (জন্মদাত্রী মা স্মরণে)
মাওলানা মহবুবুর রহমান
________________________
ক্ষণে ক্ষণে সুখ-নিরঞ্জনে,
দিলেম আরেকটি বছর পাড়ি।
মাসেক পূর্বে মৃত্তিকা গর্ভে,
চলে গেলেন মা মোরে ছাড়ি।
এই তো হলো স্রষ্টার বিধান,
মালিক,প্রতিপালক মহামহিম।
তিনিই সবার উপাস্য শক্তিমান,
পরম দয়ালু গাফুর, রাহীম।
মোর জনম ক্ষণে মাতৃমনে,
হয়েছিল অসীম আশার সঞ্চার,
মোর কচিকোমল মুখ দর্শনে,
ভুলেছিলেন মা ব্যথার পাহাড়।
সারাটা জীবন লালন করিলেন,
কনকনে শীতের কষ্ট সহিলেন,
খেয়ে না খেয়ে মোরে খাওয়ালেন,
দিলেন মোরে অতুল্য প্রেম।
অ,আ,ক, খ-র হাতে খড়ি,
শিক্ষার ভিত মা ই দিলেন গড়ি।
প্রাথমিক থেকে স্নাতকোত্তরে পাড়ি,
মা-বাবা ই যে মোর মূল দিশারি।
স্কুল,মাদ্রাসা,কলেজ,ভার্সিটি,
সব খানেতেই “মা-বাবা” জুটি,
দোয়া-ভরসার অতুল্য ঘাঁটি,
সফল তাঁদের এ হৃদ-খোকাটি।
জীবন তরীর যাত্রাপথে,
সুখ-দুঃখ ঘাত-প্রতিঘাতে,
মা-বাবার ই অসীম স্নেহেতে,
বেড়ে উঠলাম এ জগতে।
আল্লাহ পাকের অতুল্য দান,
প্রাণপ্রিয় মা-বাবা মহীয়ান,
মায়া-মমতা সাগর সমান,
আল্লাহ - নবীর পরেই স্থান।
পরম স্রষ্টার ঐশী বিধান,
জীবন-মরণ বিচ্ছেদ নিদান,
জীব মরণশীল,সারা জাহান,
ধনি-গরিব,রাজা-প্রজা সমান।
করজোড়ে ভিক্ষা চাই,
হে পাক আল্লাহ তা’লা।
সমূহ পাপ মাফ করো শাই,
জননীর জন্ম-মরণ বেলা।
তোমার রহমত যে অতুল্য অসীম,
মোদের পাপরাশি স্বল্পসসীম,
তোমারই ইবাদত করি যে মোরা,
ক্ষমা করো মোদের পাপ সারা।
মম জীবন তরীর শ্রেষ্ঠ নাবিক,
জন্মদাত্রী মা জননী।
জান্নাতুল ফিরদাউস করো নসীব,
স্বর্গ বানাও তাঁর কবরখানি।
শেষ ক্ষণে তব চরণতলে,
লক্ষ কোটি প্রণতি,
মাতৃবিয়োগে সবরে-জমীলে,
মোদের দাও সুমতি।আ’মীন।।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct