আপনজন ডেস্ক: এবার নাইটহুড উপাধি ভূষিত হলেন ব্রিটিশ কার রেসার লুইস হ্যামিল্টন। ফলে এখন থেকে তার নামের আগে যুক্ত হল 'স্যার' উপাধি। বরাবরই বিভিন্ন বিভাগে অবদান রাখার জন্য নতুন বছরে উল্লেখযোগ্য ব্যক্তিদের সম্মাননা প্রধান করে ব্রিটিশ রাজ পরিবার। এবার সেই তালিকায় ছিলেন লুইস হ্যামিল্টনও। ফর্মুলা ওয়ান রেসে গত বছর একের পর এক রেকর্ড গড়েছেন তিনি। সাতটি ওয়ার্ল্ড শিরোপা জিতে ভাগ বসিয়েছেন কিংবদন্তি রেসার মাইকেল শুমাখারের রেকর্ডে। তাছাড়া সব রেস মিলে ৯৫ শিরোপা জিতে চূড়ায় ওঠেছেন এই ব্রিটিশ রেসার। আর সে কারণে গত ডিসেম্বরে নাইটহুড উপাধির জন্য বরিশ জনসনের কাছে তার নাম সুপারিশ করেন এক দল ব্রিটিশ আইনজীবি। এদিন তাতে শীলমোহর পড়ে যায়।
All Rights Reserved © Copyright 2021 | Design & Developed by Webguys Direct