আপনজন ডেস্ক: এ বছরের ভারতীয় হজযাত্রীদের দ্বিতীয় কিস্তির ১লক্ষ ২০ হাজার টাকা জমা দিতে হবে ১৯ মে-র মধ্যে। হজ কমিটি অফ ইন্ডিয়ার ডেপুটি চিফ এগজিকিউটিভ অফিসার অপারেশনস এই বিষয়ে বিভিন্ন রাজ্যের হজ কমিটিগুলিকে একটি সার্কুলার পাঠিয়েছে। কেন্দ্রীয় হজ কমিটি এর আগে প্রথম কিস্তি হিসাবে হজ প্রার্থীদের প্রত্যেকের কাছ থেকে ৮১,০০০ টাকা দেওয়ার কথা বলেছিল। এবার ১৯ মে-র মধ্যে তাদের প্রত্যেককে ১.২০ লক্ষ টাকার দ্বিতীয় কিস্তির অর্থ প্রদানের নির্দেশ দিয়েছে। তবে, চূড়ান্ত খরচের বিষয়ে হজ কমিটি বিমান ভাড়া ও সৌদি আরবের খরচ সমূহ সৌদি আরবে ভারতীয় দূতাবাসের নির্দেশের অপেক্ষায় রয়েছে। তবে, হজ কমিটি অফ ইন্ডিয়ার অ্যকাউন্টে টাকা জমা করার পর তার গৃহীত কপি রাজ্য হজ কমিটির অফিসে ১৯ মে বা তার আগে জমা দিতে বলা হয়েছে। টাকা জমা না দিলে বাতিল হতে পারে হজ যাত্রা।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct