মোল্লা মুয়াজ ইসলাম , গলসি: কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী আইনের বিরুদ্ধে কৃষকের পক্ষে জাতীয় সড়ক অবরোধ করে পূর্ব বর্ধমান জেলা জমিয়তে উলামায়ে হিন্দ। হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনে এই অবরোধ সংগঠিত হয়। এই অবরোধের নেতৃত্ব দেন রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।
সকাল থেকে কাতারে কাতারে মানুষ এই অবরোধের জন্য কেন্দ্রের কৃষি কালা কানুনের বিরুদ্ধে প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে হাজির হন। মোদী সরকারের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে গোটা এলাকা মুখরিত হয়ে পড়ে| প্রথমে সিদ্দিকুল্লাহ চৌধুরী অবস্থান বিক্ষোভে বক্তব্য রাখেন।
তিনি বলেন, এই কৃষি বিল কৃষকদের সর্বস্বান্ত করবে এবং চাষিদের কর্পোরেটদের কাছে গুলামে পরিণত করবে। সিদ্দিকুল্লাহ আরো বলেন, এই কৃষি আইন প্রত্যাহার না করলে আগামীতে গোটা রাজ্যে এই আন্দোলন তীব্রতর করা হবে। অবস্থান বিক্ষোভের পর জাতীয় সড়কে একটি গাড়ির উপর থেকে বক্তৃতা চালিয়ে যান। ঠিক বেলা ১২টায় দুয়ার মাধ্যমে অবরোধ শেষ করেন।
আরও পড়ুন:
অবস্থান চলাকালীন বক্তব্য রাখেন কলকাতা হাইকোর্টের আইনজীবী প্রসূন কুমার দত্ত। তিনি বলেন, কেন্দ্র কৃষি আইন সম্পূর্ণ সংবিধান বিরোধী এই আইনের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।
বেলুড় মঠের মহারাজ স্বামী পরামানানন্দ মোদিকে কটাক্ষ করে বলেন, তিনি ভারতকে জিলিপির প্যাঁচের মাধ্যমে সমস্যা সৃষ্টি করবেন্ কিন্তু তিনি জিলিপির প্যাচের বাইরে থাকবেন, দেশে বিদেশে উড়ে বেরোবেন| পাঞ্জাবি সমাজের প্রতিনিধি মনপ্রীত সিং বলেন, আমাদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কেন্দ্রের এই আইনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব এবং কৃষক ঐক্যের পক্ষে কাজ চালিয়ে যাব। এই পাঞ্জাবি প্রতিনিধি সিদ্দিকুল্লাহ চৌধুরীর গোটা বাংলায় কৃষকের পক্ষে আন্দোলনের ভূয়সী প্রশংসা করেন। জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে বহু মানুষ এতে অংশগ্রহণ করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মৌলানা ইমদাদুল্লা চৌধুরী, সম্পাদক মৌলানা ইমতিয়াজ প্রমুখ।