আপনজন ডেস্ক: করোনার কারণে বুধবার থেকে ভারতে আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। ডিরেক্টর জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) ইস্যুকৃত এক সার্কুলারে জানিয়েছে, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভারতে বা ভারত থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রীবাহী ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি, ২০২২ এর ২৩৫৯ ঘন্টা পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।’ তাতে আরো বলা হয়, 'আন্তর্জাতিক সব ধরণের মালবাহী বা ডিজিসিএ অনুমোদিত বিশেষ ফ্লাইটের জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। যদিও, ডিজিসিএ’র এই সার্কুলারে আরো বলা হয়, এয়ার-বাবল ব্যবস্থার আওতায় ফ্লাইট অপারেশন কার্যকর হবে না। বর্তমানে, এয়ার-বাবল চুক্তির আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস বাংলা এয়ারলাইন্স বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্যিক যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করছে।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct