জুলফিকার মোল্যা , মিনাখাঁ: আদিবাসী সম্প্রদায়ের ‘ধরতি আবা’ বীর স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার মূর্তি উন্মোচিত হলো মিনাখাঁর আটপুকুর গ্রাম পঞ্চায়েতের কচুরহুলা গ্রামে। মঙ্গলবার মিনাখাঁর আটপুকুর অঞ্চলের কচুরহুলা গ্রামে স্থানীয় শিক্ষক সত্যজিৎ ঘোষের উদ্যোগে উন্মোচিত ও স্থাপিত হল বিরসা মুন্ডার পূর্ণাবয়ব মূর্তি। যাতে এই সংগ্রামী মানুষটির সম্পর্কে সকলে আরো ভালো করে জানতে পারে এবং জানার আগ্রহ সৃষ্টি হয় এই জন্য এমন উদ্যোগ বলে জানান প্রধান উদ্যোক্তা সত্যজিৎ ঘোষ।
ধামসা মাদল, সাঁওতালি নৃত্যের ছন্দে এদিন আদিবাসী সংস্কৃতির পরম্পরা মেনে অনুষ্ঠানের সূচনা হয় পরে বৃহৎ জনসভাও হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস যুবনেতা সুদীপ রাহা, সম্রাট চক্রবর্তী, বিধানসভার বিধায়িকা ঊষারানী মন্ডল, মিনাখাঁ ব্লক সভাপতি অযুব হোসেন গাজী, মিনাখাঁ বিধানসভার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল প্রমুখ।