আপনজন ডেস্ক: অনেকদিন ধরেই আলোচনা চলছিল। এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিল উয়েফা। আগামী মৌসুম থেকে চ্যাম্পিয়নস লীগে অংশ নেবে ৩৬ দল।চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বে অংশ নেয় ৩২ দল। ২০২৪-২৫ মৌসুম থেকে বাড়তি ৪ দলকে সুযোগ দেবে উয়েফা। এখন গ্রুপ পর্বে হোম-অ্যাওয়ে ভিত্তিতে ছয়টি করে ম্যাচ খেলে প্রতি দল। নতুন সিদ্ধান্তে গ্রুপ পর্বে ম্যাচ খেলতে হবে ৮টি করে। নবম স্থান থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ ম্যাচ খেলে শেষ ১৬’র জন্য জায়গা করে নেবে।
এ প্রসঙ্গে উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন বলেন, ‘ভারসাম্য বজায় রাখার জন্য দীর্ঘদিনের পর্যালোচনার পর নতুন এই ফরম্যাটে আমরা সন্তুষ্ট।’ সেফেরিনের মতে নতুন ফরম্যাটের ফলে আর্থিকভাবে লাভবান হবে সুযোগ পাওয়া দলগুলো। তিনি বলেন, এর মাধ্যমে প্রতিযোগিতার মান আরো বাড়বে ও ক্লাবগুলোর আরো বেশী করে রাজস্ব আয় করতে পারবে। সেফেরিনের প্রত্যাশা, পরিবর্তিত এই ফরম্যাট ক্লাবগুলোর মধ্যে জনপ্রিয় হয়ে উঠবে। একই ফরম্যাট উয়েফা ইউরোপা লীগ ও উয়েফা ইউরোপা কনফারেন্স লীগের জন্যও প্রযোজ্য হবে। উভয় লীগে ৩৬টি দল খেলার যোগ্যতা অর্জন করবে। সেফেরিন জানিয়েছেন, প্রতিটি ইউরোপীয়ান ক্লাব অ্যাসোসিয়েশন, ইউরোপীয়ান লীগ ও ন্যাশনাল অ্যাসোসিয়েশন নতুন এই প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct