বাইজিদ মণ্ডল, ডায়মন্ডহারবার: প্রার্থী ঘোষণার পরই দেওয়াল লিখনে তুলি ধরলেন ডায়মন্ড হারবার থেকে তৃণমূল প্রার্থী পান্নালাল হালদার। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী ঘোষণা করার পরই নিজের বিধানসভা এলাকায় দেওয়াল লিখনে নেমে পরলেন তৃণমূলের টিকিটে নতুন মুখ হিসেবে দেখতে পাওয়া গেছে পান্নালাল হালদার। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে, বিধায়ক দীপক কুমার হালদার বিজেপিতে যোগ দেওয়ার ফলে, আমাকে প্রার্থী করেছেন। সেই বিশ্বাস এবারেও ডায়মন্ড হারবার বিধানসভার আসনটি জয়যুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে দিতে হবে। জয়ে ব্যাপারে আশাবাদী ডায়মন্ড হারবার ১নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম অধিকারী। তিনি বলেন, ডায়মন্ড হারবার বিধানসভার মানুষ মমতার প্রতি আস্তা রাখেন। তাই তাই দুমুখী বা আর ত্রিমুখী লড়াই,তাতে কিছু আসে যায় না।
All Rights Reserved © Copyright 2021 | Design & Developed by Webguys Direct