ফৈয়াজ আহমেদ: দুর্ঘটনা বা আকস্মিক কোনো অসুখ-বিসুখের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা একজন ব্যক্তির জীবন পর্যন্ত বাঁচাতে পারে।
আজ আমরা জানবো কিছু বহুল ব্যবহৃত প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম তথা ‘ফার্স্ট এইড কিট’ সম্পর্কে।
ব্যান্ডেজ
আরও পড়ুন:
প্রাথমিক চিকিৎসার জন্য ব্যান্ডেজ অন্যতম প্রধান উপকরণ। ক্ষেত্রবিশেষে ব্যান্ডেজ ব্যতীত প্রাথমিক চিকিৎসার কথা ভাবা যায় না। শরীরের কোনো অংশে কেটে বা ছিলে গেলে, মচকে গেলে বা হাড় ভেঙে গেলে অথবা অন্যান্য আরো বহুবিধ কাজে বিভিন্ন প্রকার ব্যান্ডেজ ব্যবহার করার প্রয়োজন পড়ে।
তুলা, ট্রান্সপোর
ক্ষতস্থান মুছে নেওয়া বা পরিষ্কার করার জন্য তুলা অতি প্রয়োজনীয় একটি উপকরণ। তাই ফার্স্ট এইড কিট বাক্সে একটি তুলার প্যাকেট রাখা অত্যাবশ্যক। এছাড়া বিশেষ প্রয়োজনের কথা বিবেচনা করে কটন সোয়াব বা কটন বাড রাখা যেতে পারে।
আরও পড়ুন:
গজ প্যাড ও গজ রুল
দেহের কোনো অংশ কেটে গেলে যদি বেশি রক্তক্ষরণ হয়, তবে সেই রক্তক্ষরণ বন্ধ করার জন্য গজ প্যাড প্রয়োজন হয়। ফার্স্ট এইড কিট বাক্সে বিভিন্ন আকৃতির গজ প্যাড এবং সাথে গজ রুলও রাখা যেতে পারে।
জীবাণুনাশক ও জীবাণুপ্রতিরোধী উপকরণ
আরও পড়ুন:
বিভিন্ন প্রকার ক্ষত পরিষ্কার করার জন্য প্রাথমিকভাবে জীবাণুনাশক বা অ্যান্টিসেপটিক দ্রবণ ব্যবহার করা হয়। যেমন: আমাদের দেশে স্যাভলন বা ডেটলের দ্রবণ অধিক প্রচলিত।
বিভিন্ন প্রকার ক্রিম ও মলম
ফার্স্ট এইড কিট বাক্সে রাখা যেতে পারে কয়েক প্রকারের ক্রিম। যেমন- কোথাও পুড়ে গেলে সে স্থানটিতে লাগানোর জন্য প্রয়োজন হবে বার্ন রিলিফ ক্রিম বা অ্যালোভেরা জেল।
আরও পড়ুন:
কাঁচি, টুইজার ও চাকু
কাঁচি ফার্স্ট এইড কিট বাক্সের অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। সম্ভব হলে গজ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস কাটার জন্য বিশেষ উপযোগী কাঁচি, যাকে ‘ট্রমা শিয়ার’ বলা হয় সেটি সংগ্রহে রাখা উচিত।
অন্যান্য সরঞ্জাম
আরও পড়ুন:
উপরে উল্লিখিত অত্যাবশ্যকীয় সরঞ্জামগুলো ছাড়াও আরো কিছু উপকরণ রয়েছে, যেগুলোকে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম হিসেবে রাখা উচিত। যেমন-
জ্বর পরিমাপ করার জন্য একটি থার্মোমিটার। ল্যাটেক্স গ্লাভস (সার্জিক্যাল গ্লাভস হিসেবে অধিক পরিচিত)। ড্রেসিং বা ব্যান্ডেজ আটকানোর জন্য সেফটি পিন। অন্ধকারে প্রাথমিক চিকিৎসা প্রদানের সুবিধার্থে ছোট পেন্সিল টর্চ। সিগারেটের লাইটার, তবে তা সিগারেট ধরানোর উদ্দেশ্যে নয়, বিভিন্ন ধাতব সরঞ্জাম জীবাণুমুক্ত করার জন্য। এছাড়া খাবার স্যালাইন, সরু মাথার সিরিঞ্জ, হ্যান্ড স্যানিটাইজার, পেট্রোলিয়াম জেলি, ইনহেলার ইত্যাদি ফার্স্ট এইড কিট বক্সে রাখা যেতে পারে।
জরুরি ওষুধপত্র ও সতর্কতা
আরও পড়ুন:
কিছু সাধারণ অসুস্থতা, যেগুলোতে ওষুধ সেবনের প্রয়োজন হতে পারে- জ্বর, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, বমিভাব, গ্যাস্ট্রিকের সমস্যা, এলার্জি, কফ-কাশি, আঘাতজনিত ব্যথা, ত্বকের সমস্যা ইত্যাদি। কিন্তু এ কথা মনে রাখতে হবে, কোনো রোগ/অসুখ এবং সেটির জন্য প্রয়োজনীয় ওষুধ সম্পর্কে শুধুমাত্র একজন পেশাদার চিকিৎসকই পরিপূর্ণ ধারণা রাখেন।
ফার্স্ট এইড কিট বা প্রাথমিক চিকিৎসা সরঞ্জামগুলো এমন জায়গায় রাখা উচিত যেন তা খুব সহজেই খুঁজে পাওয়া যায়। তবে অবশ্যই বাচ্চাদের নাগালের বাইরে রাখতে হবে।