মোল্লা মুয়াজ ইসলাম,বর্ধমান,আপনজন: পূর্ব বর্ধমানের বেলকাশ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সদরঘাট বাসিন্দা শম্ভু মজুমদার ও কাকলি মজুমদারের একমাত্র সন্তান ছোট্টু মজুমদার বয়স ২৮ বছর। সে মানসিক রোগী ও প্রতিবন্ধী। ছোট্টুর বয়স যখন দু বছর তখন মাথায় কুকুরে কামড় দেয়। চিকিৎসা করানোর পর থেকে সে আর কথা বলতে পারে না এবং তার উচ্চতা বাড়ে না । ছোট্টু সেই থেকে প্রতিবন্ধী হয়ে পড়ে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দেখানোর পর চিকিৎসকরা বলেন সে কথা বলতে পারবে না ও প্রতিবন্ধী থেকে যাবে। ছোট্টুর বাবার দুর্ঘটনায় ডান হাত কাটা যায় । ছোট্টুর বাবা-মা তিনজনে বসবাস করেন। ছোট্টুর মা পরের বাড়িতে পরিচারিকার কাজ করেন এবং কিছু অর্থ পান এভাবেই তাদের পরিবারের সংসার চলে। ত্রিপলের এক কামরা বাড়ির মধ্যে তিনজনে থাকেন। বাড়িতে কোন লাইটের ব্যবস্থা নেই। তাই ছোট্টুর বাবা শম্ভু মজুমদারের আবেদন কোনো সরকারি বা কোন সংস্থা বা কোন মানুষ যদি আর্থিক সাহায্য করেন এবং তার ছেলের চিকিৎসার জন্য পাশে এসে দাঁড়ান তাহলে তারা খুবই উপকৃত হবেন।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct