আপনজন ডেস্ক: দিল্লির ন্যাশনাল ট্রাস্টের সহযোগিতায় নিরাময় স্বাস্থ্য কার্ড প্রধান করল উত্তর ২৪ পরগনার হাড়োয়ার নীড় আইডিয়াল হোম। নিরাময় স্বাস্থ্য কার্ডের মাধ্যমে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধকতাযুক্ত রোগীরা চিকিৎসার জন্য বছরে এক লক্ষ করে টাকা পাবেন, এই টাকা টি চিকিৎসার জন্য সরাসরি রোগীদের অ্যাকাউন্টে দেবে সরকারের পক্ষ থেকে। নীড় আইডিয়াল হোমের উদ্যোগে তেরোশো মানসিক ভারসাম্যহীন রোগীদের এই কার্ডের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কোভিড ১৯-এর কারণে জানুয়ারি মাস জুড়ে কয়েকটি ক্যাম্প করে উপভোক্তাদের হাতে নিরাময় স্বাস্থ্য কার্ড তুলে দেওয়া হবে। এদিন তিনশত মানুষের হাতে কার্ড তুলে দেন পশ্চিমবঙ্গ ইমাম মোয়াজ্জীন সমিতির রাজ্য সম্পাদক হাফেজ আজিজউদ্দিন, নীড় আইডিয়াল হোমের সম্পাদক আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজসেবী এমদাদুল হোসেন প্রমুখ।
All Rights Reserved © Copyright 2021 | Design & Developed by Webguys Direct