হাসিবুর রহমান: ইলেকট্রিক পোস্টে উঠে তার মেরামতি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা বাসন্তী থানা চুনাখালী মাস্টার পাড়া এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর মঙ্গলবার দুপুরে চিরঞ্জিত মালি নামে ওই যুবক বাড়ির অদূরে একটি বিদ্যুতের পোস্টে উঠেন তার ঠিক করছিলেন। হঠাৎই সেই বিদ্যুৎ পোস্টের উপরে থাকা উচ্চ বিদ্যুৎ সম্পন্ন তারে শরীরে স্পর্শ করা মাত্রই তড়িতাহত হয়ে মৃত্যু হয় যুবকের।
এরপর স্থানীয় মানুষজন বিদ্যুৎ দপ্তর খবর দিলে বিদ্যুৎ কর্মীরা প্রায় একঘন্টা পরে তারা ঘটনাস্থলে আসে। বিদ্যুৎ দপ্তর এর কর্মীরা এসে এলেক্ট্রিক পোস্ট থেকে দেহটি নামায়। এই এ খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য পড়ে যায় এলাকায় দেখতে ছুটে আসে কয়েক কিলোমিটার দূর থেকে আসে হাজার হাজার মানুষ যুবকের দেহটি এলেক্ট্রিক পোষ্টের উপর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বাসন্তী থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2021 | Design & Developed by Webguys Direct