হাড় কাঁপানো শীত
রাজীব হাসান
_______________
হাড় কাঁপানো ঠান্ডা এলো
বাংলার ঘরে ঘরে
সকাল হলেই কুয়াশা যেন
ঝরণা হয়ে ঝরে।
হনহন করে বইছে বাতাস
শীতের পরশ নিয়ে
মেঘের ছায়ায় সূর্যি মামা
লুকায় দূরে গিয়ে।
শিশির ভেজা ঘাসের উপর
শীত নেমেছে জেঁকে
হাড় কাঁপানো শীতের তোপে
যাচ্ছে সবাই বেঁকে।
হাড় কাঁপানো ঠান্ডাতে সব
যাচ্ছে এবার জমে
এমন শীতের প্রকোপ বলো
কিভাবে আর কমে।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct