সজিবুল ইসলাম, জলঙ্গী: শনিবার দুপুরে জলঙ্গি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঘোষপাড়া অঞ্চলের ঝাউদিয়া গ্রামের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে গাঁজার গাছ কেটে নষ্ট করেন জলঙ্গি থানার ওসি উৎপল কুমার দাস ও এস আই খুরশিদ আলম ।এদিন খুরশিদ আলম ও ওসি উৎপল কুমার দাস বলেন যে নিষিদ্ধ গাঁজার চাষ কেও কোথাও দেখতে পেলে আমাদের জানান আপনাদের পরিচয় গোপন রাখা হবে।প্রায় ১০ কাঠা জমিতে গাঁজা চাষ এমনকি বাঁশ বাগানেও কিছু জাগায় গাঁজা চাষের খবর পান ,সব গাছ কেটে তা আগুন ধরিয়ে পুড়িয়ে নষ্ট করেন বলে পুলিশ সূত্রে জানা যায়।
এদিন যদিও সেই জমি মালিকের পরিচয় দেননি পুলিশ আধিকারিক তদন্তের জন্য বলে জানান।
All Rights Reserved © Copyright 2021 | Design & Developed by Webguys Direct