দেবাশীষ পাল,মালদা,আপনজন: নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিন। তাই মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক দিনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় বামনগোলা ব্লকের পাকুয়াহাটে। রবিবার বামনগোলা ব্লক তৃনমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রথমে সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি মাল্যদান করে পরে এক দিনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর হাইস্কুল মাঠে। এই টুর্নামেন্ট দেখার জন্য বেশ ভিড় হয়। এদিনের এই ফুটবল টুর্ণামেন্টে ছয়টি অঞ্চলে মিলিয়ে মোট আট টিমের খেলার আয়োজন করা হয়।খেলার শেষে বিজয়ী ও রানার্স টিমকে পুরস্কৃত করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি সমীর কর্মকার সহ অন্যান্য ছাএ ও যুব নেতা কর্মীরা।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct