নিজস্ব প্রতিবেদক,সোনারপুর,আপনজন: মানবিকতায় ছড়িয়ে পড়ুক প্রজাতন্ত্রের সকালে। কচিকাঁচাদের মুখে ফুটল হাসি, এমনই মানবিক মুখের হদিশ পাওয়া গেল দক্ষিণ ২৪ পরগনার অন্তর্গত সোনারপুরে। তখনও চোখেমুখে উচ্ছ্বাস। কখনো নিজেদের মধ্যে শলাপরামর্শ, কখনো ছড়িয়ে পড়ছেন মানুষের মধ্যে। এমনই ছবি দেখা গেল ৭৩ তম সাধারণতন্ত্র দিবসের সকালে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোনারপুর ১৮ নাম্বার ওয়ার্ডের পিছিয়ে পড়া শিশুদের মধ্যে পুষ্টিকর খাদ্য সামগ্রী প্রদান করলেন বিশিষ্ট সমাজসেবী দীপায়ন দত্ত। সব প্রতিবন্ধকতা পেরিয়ে অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে এক অভিনব উদ্যেগ নিলেন তিনি। এদিন মূলত বিশিষ্ট সমাজসেবী দীপায়ন দত্তের উদ্যেগে প্রায় পাঁচ শতাধিক গরীব দুস্থ শিশুদের হাতে চকলেট, কেক,দুধ সহ ফলমূল বিতরণ করা হয়। সাধারণতন্ত্র দিবসের সকালে গরিব, দুঃখী, অসহায় শিশুদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিলেন তিনি।এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক প্রশান্ত ব্যানার্জি। এছাড়াও অনুষ্ঠানে তোতন ভট্টাচার্য ও তন্ময় দত্ত সহ বিশিষ্টজনেরা।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct