আপনজন ডেস্ক: রাশিয়ায় করোনা ভ্যাকসিনের ট্রায়ালের ক্ষেত্রে এগিয়ে এসেছিলেন সেদেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার সেই এগিয়ে আসা সারা পৃথিবীতে নজির সৃষ্টি করে। এবার সেই পথে এগোলেন কলকাতা পুরসভার প্রশাসক ও মন্ত্রী ফিরহাদ হাকিম। ডিসেম্বরে কলকাতায় শুরু হচ্ছে করোনা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল। বায়োটেকের তৈরি করোনা প্রতিষেধক ‘কো-ভ্যাকসিন’-এর ট্রায়ালের দায়িত্বে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজেস বা নাইসেড। সূত্রের খবর স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ‘কোভো-ভ্যাক্স’-এর ট্রায়াল হবে ১০০ জন স্বেচ্ছাসেবকের উপর। তবে, সবার আগে এই ট্রায়ালে কলকাতা পুরসভার প্রশাসক ও মন্ত্রী ফিরহাদ হাকিম অংশ নেবেন বলে নাইসেড সূত্রের খবর। জানা গেছে, নাইসেডের দেওয়া প্রস্তাবে রাজি হয়েছেন ফিরহাদ হাকিম। সংবাদমাধ্যম সূত্র জানাচ্ছে, কলকাতার বিদায়ী প্রথম নাগরিক তথা বর্তমান প্রশাসক ফিরহাদ বলেছেন, নাইসেড থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। করোনা ভ্যাকসিনের ট্রায়ালের জন্য প্রথম জোড তাকে দিতে চা্ইলে তিনি রাজি হন। এমনক তিনি বলেন, যেদিনই তাকে এই করোনা ভ্যাকসিনের ট্রায়াল দেওয়া হবে, সেদিনই তিনি রাজি আছেন প্রথম ডোজ নেওয়ার জন্য। এর ফলে পুতিনের মতোই ফিরহাদ হাকিমও নজির সৃষ্টি করতে চলেছেন।
All Rights Reserved © Copyright 2021 | Design & Developed by Webguys Direct