সজিবুল ইসলাম, জলঙ্গি: মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার ভাদুরিয়াপাড়া বাজার ব্যবসায়ী সমিতি কমিটির উদ্যোগে সংবর্ধনা দেওযা হল পুলিশ আধিকারিকদের। সোমবার ডেঙ্গু প্রতিরোধে এলাকার গরিবব দুঃস্থ মানুষের মধ্যে মশারি বিতরণ এবং পুলিশ আধিকারিকদের এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ভাদুরিয়াপাড়া বাজার প্রাঙ্গণে। ডোমকল জলঙ্গি ও সাগরপাড়া পুলিশ আধিকারিকদের পুষ্প ব্যাচ দিয়ে এবং মানপত্র তুলে দিয়ে সম্বর্ধনা জানায় ভাদুরিযা পাড়া বাজার ব্যবসায়ী সমিতির কমিটি।
সকল আধিকারিকরা ভাদুরিয়াপাড়া বাজার কমিটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। প্রশংসা কুড়িয়েছে স্থানীয় মানুষজনেরও। এদিন উপস্থিত ছিলেন ডোমকল মহকুমা আরক্ষা আধিকারিক ফারুক মুহাম্মদ চৌধুরী, ডোমকল থানার আধিকারিক শৈলেন্দ্রনাথ বিশ্বাস, ডোমকল সার্কেল ইন্সপেক্টর প্রসেন খাঁন, জলঙ্গি ও সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল কুমার দাস, বিশ্বজিৎ হালদার সহ জলঙ্গী থানার সাব-ইন্সপেক্টর মুহাম্মদ খুরশিদ আলম।
All Rights Reserved © Copyright 2021 | Design & Developed by Webguys Direct