আপনজন ডেস্ক: চাপে পড়ে কৃষকদের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে রাজি হওয়ার কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। প্রথমে বিকাল তিনটেই এই বৈঠক হওয়ার কথা বলা হলেও উত্তরপএদশ সহ অন্য কয়েকটি রাজ্যের প্রতিনিধিদের জন্য দেরিতে বৈঠক শুরু হয়। কিন্তু অবশেষে বৈঠক হলেও কোনও সমাধান সূত্র বের হয়নি।
মঙ্গলবার দিল্লির বিজ্ঝান ভভনে তিনজন কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে কৃষকদের প্রতিনিধি দলে সঙ্গে বৈঠক হয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলে এই বৈঠক। কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল ও পাঞ্জাবের সাংসদ তথা কেন্দ্রীয় বাণিজ্য প্রতিমন্ত্রী সোম প্রকাশের উপস্থিতিতে বৈঠক শুরু হয়।
আরও পড়ুন:
বৈঠকে কৃষকদের দাবি মানার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফে একটি কমিটি গড়ে বিষয়টি খতিয়ে দেখার কথা বলা হলেও তাতে রাজি হননি কৃষক প্রতিনিধিরা। ভারত কৃষক ইউনিয়নের সদস্য রূপসিং সানহা জানান, নতুন কৃষি আইন সমস্যার সমাধানে কেন্দ্রীয় সরকার পাঁচ সদস্যের এক কমিটি গড়ার কথা বললেও কৃষক সংগঠনগুলি তা বাতিল করে দিয়েছে।
আরও পড়ুন:
প্রায় তিন ঘণ্টা ধরে চলা এদিনের বৈঠকে কোনও রফা সূত্র না বের হওয়ায় পুনরায় আগামী বৃহস্পতিবার বৈঠক হবে বলে জানিয়েছেন ভারত কিষাণ ইউনিয়নের প্রেসিডেন্ট যোগীন্দর সিং উগ্রাহন।
কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত ৩৫টি কৃষক সংগঠনের দাবি, কৃষি আইনের সংশোধন করে কর্পোরেটের সুবিধা করে দিয়ে যে সব ব্যবস্থা নেয়া হয়েছে, তা বাতিল করতে হবে। আর সরকার যে ফসলের ন্যূনতম সংগ্রহ মূল্য বেঁধে দিয়েছে, তাকে আইনি মর্যাদা দিতে হবে। অর্থাৎ, বেসরকারি সংস্থা বা ব্যক্তি যদি ফসল কেনেন, তা হলে ওই দামেই কিনতে হবে। না দিলে তাদের শাস্তি হবে। এই ব্যবস্থা না করলে ন্যূনতম সংগ্রহ মূল্য বেঁধে দিয়ে কোনো লাভ হচ্ছে না কৃষকদের। কারণ, তাদের উৎপাদনের অনেকটাই বেসরকারি সংস্থা বা ব্যক্তির কাছে বিক্রি করতে হয়। তখন তারা অনেক কম দাম পান। আগামী বৃহস্পতিবারের বৈঠকে কেন্দ্রীয় সরকার এই দাবি মেনে নেবে কিনা তা দেখার বিষয়।
আরও পড়ুন: