আপনজন ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে এখন ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে সেখানকার শিশুদের অবস্থা খুবই শোচনীয়। রাষ্ট্রসংঘ বলছে, ইয়েমেনের শিশুরা চরম অপুষ্টিতে ভুগছে। অন্যদিকে, ইয়েমেন স্বরাষ্ট্রক থেকে জানানো হয়েছে, যুদ্ধের জেরে ইয়েমেনে এখন প্রতি ১০ মিনিটে একটি করে শিশুর মৃত্যু হচ্ছে। এ ব্যাপারে সতর্কবার্তা জারি করে ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এই পরিস্থিতির আরও অবনতি হতে পারে। সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সর্বাত্মক অবরোধের জন্য সেখানকার এই দুর্গতি বলে ইয়েমেনের তরফে অভিযোগ জানানো হয়েছে।
রাষ্ট্রসংঘের সংস্থা জানিয়েছে, এ পর্যন্ত যে রেকর্ড করা হয়েছে তার মধ্যে বর্তমানেই ইয়েমেনে পাঁচ বছরের কমবয়সী শিশুদের অপুষ্টির হার সবচেয়ে বেশি। যদিও গত মাসের রাষ্ট্রসংঘ হুঁশিয়ারি করে দিয়ে বলেছিল ইয়েমেনে ভয়াবহ দুর্ভিক্ষ আসন্ন।
আরও পড়ুন: