আপনজন ডেস্ক: জম্মু ও কাশ্মীরের সাংবাদিকদের সংগঠন কাশ্মীর প্রেস ক্লাব দখল করে নিল রাজ্য প্রশাসন। সেই সঙ্গে জানাল, ক্লাবের সোসাইটি রেজিস্ট্রেশনও বাতিল করা হয়েছে। এর তীব্র নিন্দা জানিয়েছে দিল্লির জাতীয় প্রেস ক্লাব ও এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া। এই ঘটনায় জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেছেন, এটা হল ‘স্টেট স্পনসরড ক্যু’। কাশ্মীর প্রেস ক্লাব এ নিয়ে বলেছে, সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্যই সরকার এই ব্যবস্থা নিয়েছে। জম্মু ও কাশ্মীর প্রশাসন বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘তথ্যগত অবস্থান হল, কাশ্মীর প্রেস ক্লাব আর নথিভুক্ত সংগঠন নয়। ম্যানেজিং বডির কার্যকাল ২০২১ সালের ১৪ জুলাই শেষ হয়ে গিয়েছিল। তাই ম্যানেজিং বডিরও আর কোনো অস্তিত্ব নেই। এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া ট্যুইট করে বলেছে, ‘কাশ্মীর প্রেস ক্লাব বন্ধ করে দেওয়ায় গভীরভাবে ব্যথিত, রাজ্য পুলিশের সহায়তায় ক্লাবটির সশস্ত্র অধিগ্রহণ বিরক্তির ঘটনা এবং এর ‘পুনরায় রেজিস্ট্রেশন’- এর আগে তা স্থগিত করা হয়েছিল। দিল্লির জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক গৌতম লাহিড়ী বলেছেন, সাংবাদিকদের ক্লাবের বিষয়ে সরকার যেন হস্তক্ষেপ না করে। ক্লাব দখল করা, রেজিস্ট্রেশন বাতিল করা ঠিক নয়। সরকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক। আবার রেজিস্ট্রেশন দেয়া হোক ক্লাবকে।
All Rights Reserved © Copyright 2022 | Design & Developed by Webguys Direct