আপনজন ডেস্ক: রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার রাজ্য জুড়ে শুরু হয়ে গেল ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। আর তাতে ব্যাপক সাড়া মিলল। এ উপলক্ষে যে সব ক্যাম্পের আযোজন করা হয়েছিল তাতে প্রথম দিনই জমা পড়ল ৩ লক্ষেরও বেশি আবেদনপত্র। রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য আযোিজত এ কর্মসূচিতে অভূতপূর্ব সাড়া পাওয়া গেল।
এই কর্মসূচি কীভাবে হবে তার একটা রূপরেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়া ট্যুইটারে। তাতে দেখা গেছে, সেই মতো মঙ্গলবার সকাল ১০টা থেকে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি শুরু হয়ে যায় রাজ্যজুড়ে একবোরে একই সঙ্গে। মুখ্যমন্ত্রীর ট্যুইট মারফত জানা যায় খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, জাতিগত শংসাপত্র, কৃষকবন্ধু এবং ১০০ দিনের কাজ প্রভৃতি প্রকল্পে জনগণ সুবিধা পাবে। মনেকি কোনও সরকারি পরিষেবার ব্যাপারে মানুষ অসন্তুষ্ট হলে তাও জাাননোর সুযোগ করে দেওয়া হয়।
আরও পড়ুন:
ফলে, রাজ্যের ৩৪৪টি ব্লকে প্রায় হাজার কুড়ি ক্যাম্পের মাধ্যমে এই ‘দুয়ারে সরকার’ প্রকল্পে অংশ নিতে সাধারণ মানুষের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হয়। জার জেরে প্রথম দিনেই বিভিন্ প্রকল্পের জন্য তিন লক্ষ আবেদন পড়ায় নজির সৃষ্টি করল রাজ্য সরকার।